মহাখালীতে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ১৬:৫২
অ- অ+

রাজধানীর মহাখালী এলাকার সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং অটোরিকশার দৌরাত্ম্য রোধে

উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

রবিবার সকালে অভিযানটি পরিচালিত হয় মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায়। যেখানে ফুটপাত এবং সড়কের লেন দখল করে গড়ে উঠেছিল টং দোকান, হকারদের স্টল এবং গাড়ি সার্ভিসিং পয়েন্ট। এ সকল অবৈধ স্থাপনার কারণে নিয়মিতভাবে তীব্র যানজট দেখা দিত, যা জনসাধারণের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

এদিন অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, “এ সকল অবৈধ দোকান ও নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের কারণে যানজট বাড়ছে। জনসাধারণের ভোগান্তি দূর করতে এবং সড়কে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

তিনি আরও জানান, অভিযানের সময় মূল সড়কে চলাচলকারী বেশকিছু অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এছাড়া স্থানীয় বাসিন্দা ও বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে অনেক অবৈধ দোকান উঠিয়ে দেওয়া হয় এবং সড়কটি আংশিকভাবে যান চলাচলের উপযোগী করে তোলা হয়।

গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুলশান ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/২২জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা