ভারত টেস্টে খেলবেন মুশফিক-ইমরুল-মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৪| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৮
অ- অ+
ছবি: মুশফিক-ইমরুল-মুমিনুল।

নিউজিল্যান্ড সফরে গিয়ে ইনজুরির কবলে পড়েছিলেন বাংলাদেশ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার-মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল কায়েস। সুখবর হলো, ভারত সফর দিয়ে আবারও ফিরলেন তাঁরা।

ভারতের জন্য আজ ঘোষিত ১৫ সদস্যের দলে দেখা গেল এই তিন তারকার নাম। সবকিছু ঠিকঠাক থাকলে হায়দরাবাদের একমাত্র টেস্টে মাঠে দেখা যাবে মুশফিক-ইমরুল-মুমিনুলকে।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্য দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।

হায়দরাবাদ টেস্টে বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।

(ঢাকাটাইমস/০১ ফেব্রুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা