বলিউডে নতুন জুটি জ্যাকুলিন-সুশান্ত

মাস ছয়েক আগে প্রথম খবরটি সামনে আসে। বলিউডে নাকি নতুন একটি জুটি আসছে। জুটি নতুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে দুজনেই হালের জনপ্রিয় নায়ক নায়িকা। জ্যাকুলিন ফার্নান্দেজ আর সুশান্ত সিং রাজপুতের কথা বলছি আমরা। জ্যাকুলিন বছর কয়েক ধরেই বলিউডে আছেন। আর সুশান্ত সদ্যই সাড়া জাগিয়েছেন ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক চলচ্চিত্র এম এস ধোনি: দি আনটোলড স্টোরিতে ধোনির চরিত্রে রূপদান করে।
তো জ্যাকুলিন আর সুশান্ত একই ছবিতে আসছেন। এর পরিচালক তরুণ মানসুখানি। ছবির সম্ভাব্য নাম ‘ড্রাইভ’। সালমান খানের ব্যানারে প্রযোজিত হচ্ছে এই ছবি। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা যায় নি। সম্প্রতি করন জোহরের টিভি অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে এসে এসব তথ্য জানিয়েছেন জ্যাকুলিন।
জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদনজগতে আসেন। শ্রীলঙ্কার সেরা সুন্দরী হিসেবে বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নেন। সিডনী থেকে সাংবাদিকতায় উচ্চ শিক্ষা নেয়া জ্যাকুলিন বলিউডে আসেন ২০০৯ সালে ‘আলাদিন’ চলচ্চিত্রের মাধ্যমে। তার অন্যান্য ছবি হচ্ছে মার্ডার-২, হাউসফুল-২, রেস-২, হাউসফুল-৩, ঢিসুম, এ ফ্লাইং জেট।
অন্যদিকে সুশান্ত সিং রাজপুত ভারতীয় টিভি সিরিয়ালের মাধ্যমে বিনোদনজগতে পা রাখেন। পরে চলে আসেন চলচ্চিত্রে। অভিনয় করেন শুদ্ধ দেশি রোমান্স, পিকে, ডিটেকটিভ বোমকেশ বক্সীর মতো ছবিতে। তবে জনপ্রিয়তা পান এম এস ধোনি: দি আনটোলড স্টোরিতে ধোনির চরিত্র করে। সুশান্তর প্রথম ছবি ‘কই পো চে!’ মুক্তি পায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি। এই ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। -
তথ্যসূত্র : হাঙ্গামা ডটকম
ঢাকাটাইমস/০৭জানুয়ারি/টিএ/টিএমএইচ

মন্তব্য করুন