থ্রিজি ভার্সনের নকিয়া ৩৩১০ চলবে একটানা ২৪ দিন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ১০:৩৮
অ- অ+

লিজেন্ডারি ফোন নকিয়া ৩৩১০ এবার থ্রিজি ভার্সনে এলো। এর আগে এই ফোনটি ক্লাসিক ফিচার ফোন হিসেবে বাজারে আসে। যদিও মডেলটি নকিয়ার বেশ পুরনো। ১৭

বছর আগে নকিয়া ৩৩১০ বাজারে আসে। এরপর এইচএমডি গ্লোবাল নকিয়া কিনে নিলে নতুন রূপে ফোন আসে।

এবছরের মাঝামাঝিতে নকিয়া ৩৩১০ টুজি ভার্সনে বাজারে এসেছিল। তখন বেশ আলোড়ন তৈরি করেছিল। দ্রুতই ফোনটির স্টক ফুরায়। গ্রাহকদের অনুরোধ ও চাহিদার প্রেক্ষিতে নকিয়া ৩৩১০ থ্রিজি ভার্সনে বাজারে ছাড়লো।

ফোনটিতে আছে ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩২০ পিক্সেল। এতে কালার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটি নকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম ফিচার ওস চালিত। যা জাভার উন্নত সংস্করণ।

স্টোরেজের জন্য এতে আছে ৬৪ জিবি মেমোরি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ফিচার ফোন হলে কী হবে এতে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে।

ফোনটির বিশেষ ফিচার হিসেবে আছে এফএম রেডিও। এতে ১২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে দুইটি সিম কার্ড ব্যবহার করা যাবে।

নকিয়া দাবি করছে তাদের এই ফোনটি একটানা ২৪ দিন স্টান্ডবাই মোডে সচল থাকবে।

ফোনটির মূল্য ৪৯.৯৫ অস্টেলিয়ান ডলার।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ গ্রেপ্তার
আরেকজন ফ্যাসিস্ট বিরোধী অফিসার পেল ডিবি: ইলিয়াসের পোস্ট
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২০
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্যাথলিক স্কুলে হামলা, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা