জুয়াড়িদের ভয়ে হোটেল বদল পাকিস্তান ক্রিকেট দলের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৫৬ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৪৭

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পাক অধিনায়ক সরফরাজ আহমদের নেতৃত্বে ভাল ক্রিকেট খেলছে পাকিস্তান। কিন্তু এরই মাঝে দলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ছক কষেছিলেন দুবাইয়ের এক বুকি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এমনটাই জানিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি জানান, দুবাইয়ে চলতি এক দিনের সিরিজে র মধ্যে তাঁকে লোভনীয় অঙ্কের বিনিময় স্পট ফিক্সিংয়ের জন্য বলেন দুবাইয়ের এক ব্যবসায়ী।এই ঘটনার পরই দুবাইতে জাতীয় দলের হোটেল বদল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সরফরাজের দাবি, বিষয়টি সঙ্গে সঙ্গে পাক বোর্ডের দুর্নীতি দমন শাখা-র কাছে জানান তিনি।এই বিষয় পাক বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সঠিক পথেই এর তদন্ত করা হবে। আইসিসির নিয়ম অনুযায়ী ফিক্সিংয়ের জন্য যাঁর সঙ্গে যোগাযোগ করে বুকিরা তাঁর নাম সামনে আনা হয় না। কিন্তু হ্যাঁ, সরফরাজকে ফিক্সিংয়ের জন্য অফার করা হয়েছিল এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি ও দায়িত্বে থাকা আধিকারিককে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের অধিনায়ক হিসেবে এবং একজন ক্রিকেটার হিসেবে সরফরাজ ক্রিকেটকে গড়াপেটা মুক্ত করতে সতীর্থদের জন্য এক দারুণ উদাহরণ তৈরি করল। সরফরাজকে সম্মান না করে উপায় নেই।’

(ঢাকাটাইমস/২১অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :