বাংলাদেশ ৩, পাকিস্তান ০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৩ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-পাকিস্তান। আজ দুই দলের মধ্যে যারা জিতবে তারাই আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

শেষ চার বছরে মধ্যে একদিনের ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে মোট তিনবার দেখা হয়েছিল বাংলাদেশের। ২০১৫ সালে ঘরের মাঠে সেই দ্বিপাক্ষিক সিরিজে তিন ম্যাচের তিনটিতেই তাদের হারিয়েছে বাংলাদেশ।

যদিও দুই দলের মোট লড়াইয়ে বাংলাদেশ থেকে বহুগুণ এগিয়ে পাকিস্তান। তবুও সাম্প্রতিক লড়াইয়ে বাংলাদেশকেও কোনো ভাবে পেছনে ফেলার যুক্তি নেই।

এক নজরে দেখা নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান-

১. একদিনের ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের দেখা হয়েছে মোট ৩৫ বার। যার মধ্যে ৩১টিতেই জয় পেয়েছে পাকিস্তান। বাকি কেবল চারটিতে জিততে পেরেছে বাংলাদেশ।

২. দুই দলের শেষ দেখায় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ২০১৫ সালে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে তাদের জয়গুলো এসেছিল।

৩. এশিয়া কাপে এখন পর্যন্ত মোট ১২বার দেখা হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের। যার মধ্যে কখনো পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। ১২ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে পাকিস্তান।

৪. দুই দলের লড়াই সর্বোচ্চ রানের স্কোর পাকিস্তানের। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭ উইকেটে ৩৮৫ রান করেছিল পাকিস্তান।

৫. পিাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩২৯। সেটাও দুই দলের শেষ দেখায় ২০১৫ সালের ওয়ানডেতে।

৬.দুই দলের লড়াই সর্বনিম্ন দলীয় স্কোর বাংলাদেশের। ২০০০ সালে ঢাকায় পাকিস্তানের কাছে ৮৭ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ।

৭.বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন রান ১৬১।

৮. দুই দলের দেখায় সবচেয়ে বড় জয়টা পাকিস্তানের দখলে। ২০০০ সালে ঢাকাটায় বাংলাদেশকে ২৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

৯.দুই দলেরে দেখায় সর্বোচ্চ ব্যক্তিগত রান পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। ১৮ ম্যাচে তার সংগ্রহ ৮৯৩।

১০.সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন শহীদ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে তার উইকেট সংখ্যা ৩২টি।

১১. দুই দলের দেখায় সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের ওপেনার ‍তামিম ইকবাল।

(ঢাকাটাইমস/ ২৬ সেপ্টেম্বর/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :