ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে বুধবার ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল (বৃহস্পতিবার) বিকালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর।

স্বাধীনতা কাপে এবার তৃতীয়বারের মতো ফাইনালে উঠল শেখ রাসেল ক্রীড়া চক্র। এর আগে ২০১১ ও ২০১৩ সালের আসরে তারা ফাইনালে উঠেছিল। এর মধ্যে ২০১১ সালে তারা রানার্স আপ হয়েছিল। আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৭২ সালে শুরু হওয়া স্বাধীনতা কাপের এবারের আসরটি দশম আসর।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই লড়াই ছিল হাড্ডাহাড্ডি। কোনো দলই গোল করতে পারছিল না। তবে ৪৫তম মিনিটে আলিশার আজিজভের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শেখ রাসেল। এই ব্যবধান ধরে রেখে তারা বিরতিতে যায়। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে আবার গোল করেন আজিজভ। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র।

গ্রুপ পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্র লড়াই করে ‘ডি’ গ্রুপ থেকে। তারাও গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে তারা দুইটিতে ড্র করে। এরপর সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়। চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি।

ব্রাদার্স ইউনিয়ন লড়াই করেছিল গ্রুপ ‘সি’তে। তারা গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে তারা দুইটিতেই ড্র করে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল আরামবাগ ক্রীড়া সংঘ। এই ম্যাচে তারা আরামবাগকে টাইব্রেকারে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :