সিলেটের চেয়ে মৌলভীবাজারের আস্তানায় ‘জঙ্গি’ বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:৫৫ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৩:৩৯

জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারে আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যরা যে বাড়ি দুটি ঘিরে রেখেছে সেখানে সিলেটের আতিয়া মহলের চেয়েও বেশি জঙ্গি থাকতে পারে বলে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘মৌলভীবাজার শহরে বড়হাট এলাকায় এবং খলিলপুর ইউনিয়নে দুই বাড়িতে পুলিশ জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে। বাড়ি দুটি ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে অভিযান চালানোর জন্য ঢাকা থেকে সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আতিয়া মহলের চেয়ে বাড়ি দুটিতে বেশি জঙ্গি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে বড়হাট এলাকায় তিন থেকে চারজন এবং খলিলপুরে নারীসহ তিন থেকে চারজন জঙ্গি থাকতে পারে।’

বড় কোনো জঙ্গি আছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘সেটা এখনই বলা যাচ্ছে না। থাকলেও থাকতে পারে।’

সিলেট অঞ্চলে জঙ্গি তৎপরতা বেশি কেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে কেন এতো জঙ্গি তৎপরতা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী কারো শেল্টার জঙ্গিরা পাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে।’

সেনাবাহিনী অভিযানে যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘প্রয়োজন হলে সেনাবাহিনী ডাকা হবে। আশা করছি সেনাবাহিনী লাগবে না। সোয়াতই যথেষ্ট। আতিয়া মহলে অনেক সাধারণ মানুষ ছিল তাই আমাদের সেনাবাহিনী দরকার ছিল।’

মন্ত্রী বলেন, গোয়েন্দা তৎপরতা বেশি থাকায় আমরা জঙ্গি আস্তানা শনাক্ত করতে পেরেছি। এটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দক্ষতা। অভিযান ধারাবাহিকভাবে চলতেই থাকবে।’

ঢাকাটাইমস/২৯মার্চ/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনের আগুন: খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে: স্পিকার

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আর্থিক সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নের আহ্বান ইউজিসির

এই বিভাগের সব খবর

শিরোনাম :