মুন্সীগঞ্জে পথশিশুদের জন্য ছাত্রলীগ নেতার মাসব্যাপী ইফতার

নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ৩১ মে ২০১৭, ২০:৫৮
অ- অ+

মুন্সীগঞ্জে এতিম ও পথশিশুদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও রোজায় এ আয়োজন করেন সাবেক শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল।

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ রোজা পর্যন্ত চলবে এ ইফতার আয়োজন।

জানা গেছে, পথশিশুরা সাবেক এ ছাত্রলীগ নেতার কাছে এসে বাবা মায়ের আদর পেয়ে থাকে। তাই সকল পথশিশুরা মালেকুন মাকসুদের অফিসের কাছেই বসে থাকে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল বলেন, এ সকল শিশুদের কারও বাবা মা নেই এবং কারও বাবা-মা থেকেও নেই। তাই দীর্ঘ ৭ বছর যাবত আমি তাদেরকে এভাবে আশ্রয় দিয়ে যাচ্ছি। শিশুরা সারা দিন আমার কাছে কাছে থাকে। আর রাতে যার যার গন্তব্যে চলে যায়। সকাল হলেই আমার অফিসের কাছে এসে বসে থাকে।

তিনি বলেন, প্রতি বছরেই রোজায় ‘দান-সদকা মানুষের অপমৃত্যু হতে রক্ষা করে’ এই শ্লোগানে উন্মুক্ত ইফতারের আয়োজন করে থাকি। এখানে এতিম পথশিশুদের সাথে সকল শ্রেণি পেশার মানুষ ইফতারে অংশ নেয়। এই ইফতারে সার্বিক সহযোগিতা করেন মুক্তিযোদ্ধ সন্তান কমান্ড মুন্সীগঞ্জ জেলা ইউনিটির সভাপতি জালাল উদ্দিন রুমি রাজন।

(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা