চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ১৯:২৯
অ- অ+

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

হকার সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন জানান, সিটি করপোরেশনের নির্দেশনানুযায়ী বিকালে নির্দিষ্ট করা জায়গায় পণ্য বিক্রি করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কয়েকজন হকারকে পুলিশ লাঠিপেটা করে। প্রতিবাদ করলে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ গুলি ছুড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন হকার আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে কোতেয়ালি থানার উপপরিদর্শক রিপন জানান, বিকাল পাঁচটার পর হকারদের ফুটপাতে পণ্য বিক্রির জন্য বসার নির্দেশনা থাকলেও তারা দুইটা থেকে ফুটপাত দখল করে পণ্য বিক্রি শুরু করেন। এতে বাধা দিলে হকাররা চড়াও হয়। হকারদের প্রতিরোধে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে কাউকে লাঠিপেটা করা হয়নি বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৬জুন/আইকে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা