বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ লাগানোর পরামর্শ নরসিংদী ডিসির

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৯:১৮
অ- অ+

অতিরিক্ত বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি করে তাল গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। রবিবার তিনি নরসিংদী জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় বক্তৃতাকালে তালগাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অবাধে বৃক্ষ নিধন প্রাকৃতিক দুর্যোগের একটি অন্যতম কারণ। বিশেষ করে আমাদের গ্রামগুলোতে একসময় প্রচুরসংখ্যক তালগাছ ছিল। ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে এসব বড় বড় তালগাছ বজ্রের বিদ্যুৎ শক্তিগুলোকে টেনে নিয়ে মাটির গভীরে ঢুকিয়ে দিত। কিন্তু বর্তমানে পৃথিবীর বায়ূমণ্ডলে কার্বনডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও সিএফসি (ক্লোরো ফ্লোরো কার্বন) গ্যাস, অতিরিক্ত নিঃসরণের কারণে পৃথিবীর তাপমাত্রা আশংকাজনক হারে বেড়ে চলেছে। সাথে সাথে বেড়ে চলেছে বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগও। তালগাছ না থাকায় বজ্র শক্তিগুলো এখন পতিত হচ্ছে মানুষের উপর, মানুষের স্থাপনার উপর। কাজেই বজ্রশক্তির হাত থেকে বাঁচতে হলে বেশি বেশি তালগাছ লাগাতে হবে। গ্রামে গ্রামে তালগাছ লাগানোর জন্য সরকারের পক্ষ থেকেও তাগিদ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা