রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জর্ডানের রানির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৯ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ১৫:৪৯

ন্যায়বিচারের স্বার্থে বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ। সোমবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার যে দৃষ্টান্ত রেখেছে তার প্রশংসা করে জর্ডানের রানী বলেন, কঠিন সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বে প্রশংসার নজির রেখেছে।

রানি রানিয়া বলেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলা হত্যাযজ্ঞ ও নির্যাতনের কথা রোহিঙ্গাদের কাছে শুনেছি। রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যা করা হয়েছে তা জাতিগত নিধন। মিয়ানমারের এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় জর্ডান।’ রোহিঙ্গা ইস্যুতে জর্ডান ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান তিনি।

এর আগে বেলা ১১টা ৯ মিনিটে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান রানি রানিয়া আল আব্দুল্লাহ। এরপর বেলা ১২টা ৩৫ মিনিটে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে পৌঁছার পর রোহিঙ্গাদের কাছ থেকে হত্যাযজ্ঞ ও নির্যাতনের কথা শোনেন তিনি। এছাড়া তিনি রোহিঙ্গাদের জন্য তৈরি করা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের স্কুল পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের খোঁজখবর নেন। পরে তিনি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ত্রাণ কার্যক্রমও পরিদর্শন করেন।

প্রায় এক ঘণ্টা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানের সময় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের নিন্দা জানান।

রানিয়ার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মহেশখালী- কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানসহ বিভিন্ন এনজিও ও সংস্থার পরিচালকরা।

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জাহাজে হজযাত্রী পরিবহনের বিষয়টি ‘ইনকারেজ’ করছে না সৌদি: ধর্মমন্ত্রী

জিসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নবদিগন্ত উন্মোচন

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির

রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনআইডি’ হস্তান্তর

রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

তৃতীয় দিনেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

চতুর্থবারের মতো ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু

পরিবেশ রক্ষায় গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :