মুশফিক তামিমের অভূতপূর্ব বীরত্ব

দেলোয়ার হোসেন, দুবাই থেকে
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৫

মুশফিকের অবিশ্বাস্য ব্যাটিং, তামিমের অভূতপূর্ব দায়িত্ব পালন। ক্রিকেট দুনিয়ায় নয়া নজির গড়লেন তারা!দুবাই ই্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দলের জন্য মুশফিক এবং তামিম যা করলেন তা অনেক দিন মনে রাখার মতো।

২ রান করার পর লাকমলের একটি বাউন্সার খেলতে গিয়ে বাঁ হাতের কব্জিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম। শুরুতে পরপর দুই উইকেট পড়ে যাবার পর তামিমের রিয়ার্ট হার্ট হওয়া ছিল বড় ধাক্কা।

তামিমের হাত স্ক্যান করার জন্য নেওয়া হয় হাসপাতালে। ক্রিকইনফোর রিপোর্ট, ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে। তার কব্জিতে ফ্র্যাক্সার ধরা পড়েছে।

এ ম্যাচে তো নয়ই, ওই রিপোর্টে বলা হয়, এশিয়া কাপই শেষ তামিমের। কিন্তু সবাইকে বিস্মিত করে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামলেন তামিম! সে এক অভূতপূর্ব দৃশ্য। ৪২.৪ ওভারে ৯ উইকেটে বাংলাদেশের রান তখন ২২৯।

তামিম ইনজুরিতে। সবাই মনে করেছিলেন এখানেই শেষ বাংলাদেশ। কিন্তু না, এক হাতে ব্যাট ধরে উইকেটে আসলেন তামিম। এক হাতে ব্যান্ডেজ । কোনোক্রমেই ব্যাট করার অবস্থায় নেই তিনি। এশিয়া কাপ তার হয়তো শেষই।

এক হাতে ব্যাট ধরে মুশফিককে সঙ্গ দেওয়ার যে মিশন নিয়ে তামিম উইকেটে আসেন, তাতে পুরোপুরি সফল। লাকমলের একটি বল এক হাতে ঠেকিয়ে মুশফিককে স্ট্রাইকেন্ডে রেখেছেন। শেষ জুটি তামিম- মুশফিক মোট ২৫ বল ফেস করে ৩২ রান তুলেছেন।

অদম্য মুশফিক শেষ ২৪ বলে তুলে নেন ৩২ রান। আউট হয়েছেন ১৫০ বলে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে।

শুরুতে তিন ব্যাটসম্যান নেই। মালিঙ্গার আগুনে রূপ। এমন কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন মুশফিক। এরআগেও দলকে বহুবার বিপদমুক্ত করেছেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে যেভাবে টেনে তুললেন তা অনেকদিন মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা।শক্ত হাতে বিপর্যয় সামাল দিয়ে দলকে নিয়ে গেছেন সম্মানজনক স্থানে। ২৬১ রান, দুবাইয়ের ব্যাটিং উইকেটে এই রান শ্রীলঙ্কার জন্য হয়তো কঠিন হবে না ততটা। কিন্তু অনেক কষ্ট করে, প্রচুর টাকা খরচ করে বাংলাদেশের খেলা দেখতে আসা প্রবাসীরা মুশফিক বীরত্বে মুগ্ধ। তাদের মাঠে আসা সার্থক।

৪ বলে ২ রান করেছেন তামিম। এই রান করেও তামিম হিরো। দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে নেমেছেন। এক হাতে বল ঠেকিয়ে মুশফিককে ব্যাটিংয়ে দিয়ে পুরোপুরি দায়িত্ব পালন করেছেন তামিম।

মুশফিক, তামিমের এই বীরত্ব হয়তো ক্রিকেট দুনিয়া মনে রাখবে। মনে রাখার মতোই।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ফিফার জরিমানা নিয়ে বিবৃতিতে যা বললেন সালাম মুর্শেদী

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন শহীদ আফ্রিদি

কোচ বানাতে চায়নি ভারতীয় বোর্ড, মিথ্যা বলছেন পন্টিং-ল্যাঙ্গাররা!

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে যে লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

যে কারণে ভারতের কোচ হতে চান না ল্যাঙ্গার

বাংলাদেশের হারের পর ফেসবুকে ছয় ইমোজি দিয়ে কী বোঝালেন ইমরুল কায়েস

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর যে অজুহাত দিলেন শান্ত

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সংবাদমাধ্যমের দাবি: বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, গ্রেপ্তার বাংলাদেশি মালিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :