বাংলাদেশের জয়কে অবজ্ঞা অজি টিম পারফরমেন্স প্রধানের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৮, ১৮:২১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট জয়কে তুচ্ছতাছিল্য করলেন অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্স প্রধান প্যাট হোয়ার্ড।।গত বছর আগষ্টে ঢাকাতে ২০ রানে হেরে যায় অস্টেলিয়া। বাংলাদেশের সেই জয়কে হেয় করে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্স প্রধান প্যাট হোয়ার্ড একটি বই লিখেছেন। সেখানে তিনি দাবি করেন, ওই টেস্টে খেলোয়াড়রা শেফিল্ড শিল্ড স্ট্যান্ডার্ন্ড মেনে চলেননি।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অপ্রস্তুত দল হিসেবে হেরেছে অস্ট্রেলিয়া। পিচে অস্বাভাবিক টার্ন হয়েছিলো। জিডন হেইগসের `ক্রসিং দ্য লাইন’ গ্রন্থে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংসহ নানা বিষয়ের মধ্যে এ বিষয়টিও উঠে এসেছে। পরাজয়ের পর খেলোয়াড়দের প্রতিক্রিয়া সম্পর্কিত একটি মেইলের কথাও বলেন তিনি।

তিনি লিখেছেন, ‘ম্যাচের ফলাফলের সময় আমি ঢাকার একটি ক্যাফেতে ছিলাম। পরাজয়টা আমার কাছে অপমানজনক মনে হয়েছিলো এবং তিরস্কার সহ্য করার জন্য আনন্দের সঙ্গে প্রস্তুত ছিলাম। রান না করতে পারার কারণে আমরা হেরেছি।তবে আমি খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম যে তারা ঘুরে দাঁড়াবে।’

তিনি আরও লিখেন, ‘তবে আমি এ বিষয়ে খুব আত্মবশ্বিাসী যে যারা আমাদের হারিয়েছে তারা ঘরোয়া ক্রিকেটেও কোনও রান পাবে না।’

তিনি তার বইয়ে আরও লিখেছেন, ‘ক্রিকেট অস্টেলিয়া খেলোয়াড়দের পেছনে বেতন-ভাতা ও আনুসঙ্গিক খরচ বাবদ ১০০ মিলিয়ন ডলার ব্যয় করে। কিন্তু তা কোন কাজে দেয়নি। এই ব্যর্থতা কখনও কাম্য ছিলনা। খেলায় কোন দক্ষ পরিকল্পনা কিছুই ফুটে ওঠেনি। অস্টেলীয় দলকে এমন করুণ পরাজয় মেনে নিতে কখনও দেখিনি।’

ক্রিকেট অস্টেলিয়ার আভ্যন্তরীণ ব্যাপারেও মন্তব্য করেন তিনি। লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ায় একনায়ক ব্যবস্থা প্রবর্তন হয়েছে। কোচের ভূমিকা নিয়েও যথেষ্ঠ প্রশ্ন আছে। বিগত কয়েক বছরে অস্ট্রেলিয়া দল নিয়ে প্রশ্ন উঠলেও তার কোন উত্তর নেই।’

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/জেডআই)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে হারানোর পর যা বললেন শান্ত

সামর্থ্যের চেয়েও বেশি দিচ্ছেন তাসকিনরা, খুশি অধিনায়ক শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :