ভালোর প্রত্যাশায়, মন্দের জন্য প্রস্তুত: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৮, ২১:২৯
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ভালো কিছুর আশায়; পাশাপাশি মন্দের জন্য প্রস্তুত। জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কাদের।

কাদেরের এই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই ঘোষণা হয় আগামী জাতীয় নির্বাচনের তফসিল। কাদের বলেন, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের জনসংযোগ আরও জোরদার হবে। তবে দলের মনোনয়ন প্রত্যাশীদেরকে নির্বাচনের আচরণবিধি মেনে তৎপরতা চালানোর নির্দেশ দেন তিনি।

একই দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, শুক্রবার গঠন হবে নির্বাচনকালীন সরকার। এ বিষয়ে এক প্রশ্নে আওয়ামী লীগ নেতা বলেন, ‘এটা (নির্বাচনকালীন সরকার) কবে হবে, সাইজ কী হবে তা বলা এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রীর। তবে নির্বাচনকালীন সরকার একদিন, দুদিন বা তিনদিনপর তো হবেই। একটা বিষয় বলতে পারি, নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকছে না।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক প্রমুখ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :