ময়মনসিংহে মাদকবিক্রেতাসহ গ্রেপ্তার ৮

ময়মনসিংহে এক নারী মাদকবিক্রেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা ডিবি পুলিশ শুক্রবার জেলার ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করে। এছাড়াও একই দিন ফুলপুরে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ আছমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কার্যালয় থেকে শুক্রবার বিকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ জানান, জুয়ার আসর থেকে জাকির হোসেন রাসেল, ইরফান আলী, সাইদুল, রফিক, সোহাগ, আলাউদ্দিন, নূর ইসলামকে আটক করা হয়। এ সময় নগদ ১৩’শ টাকা হাজার উদ্ধার হয়।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন