সিলেটে প্রতীক পেলেন ৪০ প্রার্থী

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্ধ দেন রিটানিং কর্মকর্তা কাজী এম এমদাদুল ইসলাম। সকালে সিলেট-১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ছয়টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

সিলেট-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন(নৌকা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায়(কোদাল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহাম্মদ ফয়জুল হক (মিনার), বাংলাদেশ মুসলিম লীগের আনোয়ার উদ্দিন (হারিকেন) ও ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরীকে (হাতপাখা) প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।

সিলেট-২ আসনে সাত প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), বিএনপির তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), গণফোরামের মুকাব্বির খান(উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলনের আমির উদ্দিন (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন (আম) ও বিএনএফ এর মোশাহিদ খান(টেলিভিশন) প্রতীক পেয়েছেন।

সিলেট-৩ আসনে ছয় প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী(নৌকা), বিএনপির শফি আহমদ চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির উসমান আলী (লাঙ্গল), খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন(দেওয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আতিকুর রহমান (রিকশা) ও ইসলামী আন্দোলনের এম এ মতিন বাদশাকে (হাত পাখা) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সিলেট-৪ আসনে পাঁচ প্রার্থী নির্বাচনে লড়বেন। তদের মধ্যে আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন (কোদাল) ও ইসলামী আন্দোলনের জিল্লুর রহমান (হাতপাখা) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সিলেট-৫ আসনে প্রতীক পেয়েছেন আট প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদিয়মান সূর্য), বাংলাদেশ মুসলিম লীগের শহীদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী আন্দোলনের মো. নুরুল আমিন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরী(সিংহ) প্রতীক পেয়েছেন।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্পধারার শমসের মবিন চৌধুরী (কুলা) ও ইসলামী আন্দোলনের আজমল হোসেন(হাতপাখা) প্রতীক পেয়েছেন।

ঢাকা টাইমস/১০ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :