চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির মনিটরিং সেল গঠন

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৫
অ- অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীদের বিজয়ী করার জন্য ৫১ সদস্যের নির্বাচনী মনিটরিং সেল গঠন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

আজ সকাল ১০টার দিকে নগরীর নাছিমন ভবনের দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চাকসু ভিপি মো. নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আবু তাহেরকে সদস্যসচিব করে গঠিত মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন- সাবেক সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নূর মুহাম্মদ, আজম খান, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ডা. খুরশিদ জামিল, মো. সেলিম চেয়ারম্যান, আবু আহমদ হাসনাত, মোস্তফা কামাল পাশা, সৈয়দ নাছির উদ্দিন, কাজী মো. ছালাউদ্দিন, মো. ছালাউদ্দিন চেয়ারম্যান, মাহবুব ছাফা, মো. জাকির হোসেন, মো. তোফাজ্জ্বল হোসেন, মো. ইউসুফ নিজামী, হাসান মো. জসিম উদ্দিন, মো. মোরছালিন, মো. সরওয়ার উদ্দিন সেলিম, মোবারক হোসেন কাঞ্চন, মো. জামসিদুর রহমান, মো. আব্দুর শুক্কুর মেম্বার, মো. জহুরুল আলম, এস এম ফারুক, রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, অ্যাডভোকেট নাছিমা আক্তার, মো. মুরাদ চৌধুরী, এইচ এম নুরুল হুদা, মো. ফজলুল করিম চৌধুরী, মো. আলমগীর, গাজী মো. হানিফ, মো. আজিজ উল্লাহ, আনিস আক্তার টিটু প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম এ হালিম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে দেশের কল্যাণ, জনগণের স্বার্থ সংরক্ষণে উত্তর জেলার আওতাধীন সাতটি সংসদীয় আসনে ২০-দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ধানের শীষ মার্কায় বিজয় সুনিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, মো. সেলিম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমদ হাসনাত, বিএনপি নেতা জামসিদুল রহমান, অ্যাডভোকেট রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মো. নাছিরুল কবির মনির, গাজী মো. হানিফ, আনিস আকতার টিটু, মো. নুর নবী, মো. তারেক চৌধুরী প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা