‘মিথ্যা আশ্বাসে ভোট দেবেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০

মিথ্যা আশ্বাস দিয়ে অনেকে ভোট নিতে চাইবে, তাদের সেই আশ্বাসকে পাত্তা না দিতে আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগ কথা ও কাজে বিশ্বাসী। আর বিএনপি এর উল্টোটা। যাদের কথা ও কাজে মিল নেই তাদেরকে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বয়কটের আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন নৌকা প্রতীকের এই প্রার্থী। বিজয় দিবস উপলক্ষে স্থানীয় চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উবায়দুল মোকতাদির বলেন, ‘আমি যদি ভালো কামলা হই তাহলে এবার আকামলাদের (বিএনপি) ভোটের মাধ্যমে জবাব দিন। এখনই উপযুক্ত ও শেষ সময়। কারণ তারা দীর্ঘ ২৫ বছর বিজয়নগরবাসীকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে সব ভুলে যেতেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার হাতে যতদিন রাষ্ট্রক্ষমতা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় এদেশ পরিচালিত হবে। বীর মুক্তিযোদ্ধারাও তাদের প্রাপ্য সম্মান পাবেন।’

আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, তানভীর ভূইয়া, মমতাজ বাশার, ফয়জুন্নাহার টুনি প্রমুখ। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নজির শাহ, শাহনুর ইসলাম, ফেরদৌস প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :