রাজেন্দ্র কলেজের তিন কৃতী গণিত শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক-বৃত্তি

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৫৫
অ- অ+

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের তিন কৃতী শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণিত বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

২০১৪ সাল থেকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন রাজেন্দ্র কলেজের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় গণিত বিভাগের সেরা শিক্ষার্থীদের র্স্বণপদক ও নগদ টাকা বৃত্তি দিয়ে আসছে।

এ বছর অনার্স পরীক্ষায় শাহিনূর আক্তার ও তুহিন মণ্ডল এ স্বর্ণপদক পান। তাদের এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

মাস্টার্সে স্বর্ণপদক পান চম্পা নন্দী। তাকে এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজর অধ্যক্ষ মো. মোশার্রফ আলী। তিনি বলেন, এ কলেজে এ পদক প্রবর্তিত হওয়ার পর বিশেষত গণিত বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয়েছে। ফলে অন্য বিভাগগুলোর চেয়ে অনার্স-মাস্টার্সে গণিতের ফলাফল ভালো হচ্ছে।

গণিত বিভাগের প্রধান আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার সাহা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) সহ সভাপতি (ভিপি) মিঠুন কর্মকার। স্বাগত বক্তব্য দেন গণিতের শিক্ষক আবুল বাসার।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা