এই ছবির জন্য সমালোচিত অমিতাভ

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০
অ- অ+

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সাড়া ফেলেছে পাঁচজন খুদে ছেলে মেয়ের স্যান্ডেল দিয়ে সেলফি তোলার একটি ছবি। সেখানে দেখা যায়, গ্রামের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ওই পাঁচ শিশু। পরনে সাদামাটা পোশাক। চুল উস্কোখুস্কো।

পাঁচজনের মধ্যে একজনের পায়ে শুধু স্যান্ডেল। বাকিরা খালি পায়ে। ওই একজনের একপাটি স্যান্ডেল হাতে নিয়ে সেলফি তোলার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে অন্য আরেকজন। বাকিরা তার পেছনে। প্রত্যেকের মুখেই অনাবিল হাসি।

বাচ্চাদের এই অকৃত্রিম সরলতায় নেটিজেনদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বলিউডের অভিনয়শিল্পীরাও। অনুপম খের, বোমান ইরানি, সুনীল শেঠির মতো অভিনেতারা এই সরলতার প্রশংসা করে ছবিটি তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

কিন্তু ব্যতিক্রম বিগ-বি অমিতাভ বচ্চন। ছবিটি ফটোশপে করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। যার জেরে নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন বলিউড শাহেনশাহ। এতবড় একজন তারকার এমন মন্তব্যে হতাশ তারা।

ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, পাঁচ শিশুর মধ্যে একজনের পায়ে শুধু স্যান্ডেল। তারই এক পাটি হাতে নিয়ে মোবাইল ফোনের মতো সেলফি তোলার শখ মেটাচ্ছে পাঁচ শিশু। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য এখনো দেননি অমিতাভ বচ্চন।

ঢাকা টাইমস/০৪ ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা