যেকোনো সময় সংসদে যোগ দেবেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনো সময় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে মনোনয়ন বোর্ডের তৈরি একটি তালিকা পার্টির চেয়ারম্যানকে দেওয়া হবে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফেরেন এরশাদ। এর আগে ২০ জানুয়ারি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদসহ জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ জানুয়ারি নতুন সংসদের অধিবেশন শুরু হয়। এখনো সংসদ অধিবেশনে যোগ দেয়া হয়নি এরশাদের।

এরশাদের ছোট ভাই ও পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের জানান, যেকোনো সময় চলমান সংসদ অধিবেশনে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা।

সংসদে জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে জি এম কাদের বলেন, ‘বিরোধিতার নামে জাপা কখনো ধ্বংসাত্মক রাজনীতি করবে না। সংসদে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে জাপা।’

এ সময় উপজেলা নির্বাচনে দলের প্রার্থী নিয়ে কথা বলেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। রাঙ্গা বলেন, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং দলের জন্য অবদান বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দেয়া হবে।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/আরকে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :