ইহুদিবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুসলিম কংগ্রেস সদস্য

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ইহুদি বিরোধী বক্তব্যের জন্য গত সোমবার ‘দ্ব্যর্থহীনভাবে’ ক্ষমা চেয়েছেন। ইসরায়েলপন্থী লবি গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে যুক্তরাষ্ট্র তেলআবিবকে সমর্থন দেয় বলে তিনি অভিযোগ করেছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম যে দুই জন মুসলিম নারী কংগ্রেস সদস্য নির্বাচিত হন, তিনি তাদের একজন। মিনেসোটার এই কংগ্রেস সদস্য ইসলায়েলের বিরুদ্ধে তার অবস্থানের জন্য কয়েক সপ্তাহ ধরেই সমালোচিত হচ্ছিলেন। কিন্তু শনিবার রাতে তিনি টুইটারে রিপাবলিকান দলীয় এক সমালোচকের জবাব দিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

আমেরিকার ১০০ মার্কিন ডলার বিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো সবই বেঞ্জামিনের বেবি।’ কে বা কোন সংস্থা মার্কিন রাজনীতিকদের ইসরায়েলকে সমর্থন দিতে উদ্বুদ্ধ করে বলে তিনি বিশ্বাস করেন-এক টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে সাবেক এই সোমালী শরণার্থী বলেন, ‘এআইপিএসি (আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি)।’

এর পরিপ্রক্ষিতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এক টুইট বার্তায় ওমরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও অবিলম্বে তার এই ‘ইহুদিবিরোধী বক্তব্যের’ জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।

ওমর ক্ষমা প্রার্থনা করে এক বিবৃতিতে স্বীকার করেন যে ইহুদি বিরোধীতা একটি ‘বাস্তবতা’। তিনি ‘এই ইহুদি বিরোধীতার ব্যাপারে দুঃখজনক ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য’ তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি চাই অন্যরা যখন আমার মুসলিম পরিচয়ের জন্য আমাকে সমালোচনা করে তখন যেন মানুষ আমার কথা শুনে। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। এ জন্যই আমি দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাইছি।’

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা