কথা ছিল!

আবু বকর সিদ্দিক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৩
অ- অ+

কথা ছিল

একসাথে পাড়ি দেবো

প্রশান্ত থেকে আটলান্টিক

জয় করবো হিমালয়ের

উচ্চশিখর।

কথা ছিল

রোজ রাতে আমায় কাব্য

শুনাবে

উপভোগ্য আনমনা

আকাশে

আকাশের কান্নায়

ভিজবো এক সাথে।

কথা ছিল

পাতায়া বিচে একগুচ্ছ

সময় কিনবো

আটলান্টিক পাড়ের

নির্জনতা কিনবো

ধূধূ মরুভূমির উঠের পিঠ

কিনবো

তোমাকে কাছে পাবার

আশায়।

কথা ছিল

মিশর এর পিরামিডে

দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

হবো

সাহারা মরুভূমি পাড়ি

দেবো তোমার স্পর্শের ঘ্রাণ

মেখে।

কথা ছিল

সাইবেরিয়ার তুষারঝড়ে

তোমায় নিয়ে হাটবো

আমাজনের গহীন অরণ্যে

হারিয়ে যাবো দু'জন।

সাত সমুদ্র তের নদী

পাড়ি দিয়ে

এঞ্জেলা ডেভিসের সাথে

দেখা হবে

স্বপ্নদৃশ্যে ধরা দেবে

বসন্ত বিকেল।

কথা ছিল

ভাস্কু দাগামার দেশে

আমাদের একটি বাড়ি হবে

আফ্রিকার জীবন

দেখতে যাবো মেন্ডেলার অঞ্চলে।

লাইব্রেরি অফ কংগ্রেসে বসে

কতশত ঘন্টা

নির্বিঘ্নে চলে যাবে।

কথা ছিল

বইয়ের শহর

ফ্রাঙ্কফুর্ট এর পথে পথে হাটবো

বাইসাইকেল চালিয়ে

হিটলারের জীবন স্মৃতি দেখবো।

মোনালিসা আর লুভ্যর দেখে

কাটিয়ে দিবো

জীবনের কোন এক সোনালী সন্ধ্যা।

কথা ছিল

ব্রিটিশদের মাটিতে পা দিবো

শেকসপিয়ারের জন্মভিটা

দেখতে লন্ডনের কীনব্রিজের নিচে

কফিতে চুমুক দিয়ে

কাটাবো কোন গভীর রাত।

আরব সাগরের তীরে

কোন এক ধনকুবের বাড়িতে

অতিথি হবো

আরাবিয়ান নৃত্য দেখতে।

কথা ছিল

পূন্যভূমির প্রতিটি অঞ্চল দেখবো

তোমার চোখে

নায়াগ্রা দেখতে পাড়ি দিবো

ম্যাপল পাতার দেশে।

কথা ছিল...

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা