বাগেরহাটে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

বাগেরহাটের সীমান্তে রফিক বাসের ধাক্কায় শেখ নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা নিহত রফিকের স্ত্রী সন্তানসহ আরও পাঁচজন আহত হন। আহতদের পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচা নদীর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক শেখের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে।

আহতরা হলেন- নিহত রফিকের স্ত্রী রুমা বেগম, দুই ছেলে রাকিব ও আবির এবং চালক আসলাম।

জেলার মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘দুপুর ১২টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সীমান্তে বরিশাল থেকে খুলনাগামী একটি বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করার সময় তাতে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে রফিক শেখ নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং তার পরিবারের সদস্যরা আহত হন। রফিক শেখ তার পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাট থেকে পিরোজপুরের বাড়িতে ফিরছিলেন। তবে বাসটি পালিয়ে গেছে।’

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :