‘অশিক্ষিত মহিলারা ভোট দেয়নি, পরিষেবাও পাবে না’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৯, ০৮:৪৪

মহিলারা অশিক্ষিত৷ তাই তাকে ভোট দেননি৷ ফলে তারা কোনো পরিষেবা পাওয়ার যোগ্য নন৷ এমন মন্তব্য করেছেন ভারতের রাজস্থানের এক বিজেপি মন্ত্রী৷ এক গ্রামীণ সভায় মহিলারা পানির সমস্যার কথা তুলে ধরেন। এতেই ক্ষেপে গিয়ে এমন মন্তব্য করেন রাজ্যের পানি সরবরাহ মন্ত্রী কুঁয়ারজি বাভালিয়া৷

এসময় তিনি বলেন, এই মহিলারা নেহাতই অশিক্ষিত, তাই তাকে সবাই মিলে ভোট দেয়নি৷ যদি ভোট দিত, তবে পানির লাইনও চলে আসত ঘরে ঘরে৷

কুঁয়ারজির আক্ষেপ এই এলাকা থেকে তিনি মাত্র ৫৫ শতাংশ ভোট পেয়েছিলেন৷ তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।

গত বছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই নেতা৷ তারপর রাজ্যের মন্ত্রীসভায় ঠাঁই পান তিনি।

রাজস্থানের কানেসারা গ্রামে পানির সংকট দীর্ঘদিনের। মহিলাদের দীর্ঘ পথ হেঁটে গ্রামের অপর প্রান্ত থেকে পানী সংগ্রহ করতে হয়৷ সেই পরিস্থিতি জানালে মন্ত্রী জবাবে বলেন, ‘আমি সরকারের প্রতিনিধি, চাইলেই কোটি টাকা মঞ্জুর করে পানির ব্যবস্থা করতে পারি৷ কিন্তু যখন আমি ভোটে দাঁড়িয়ে ছিলাম মাত্র ৫৫ শতাংশ ভোট পেয়েছিলাম৷ কেন সবাই ভোট দেয়নি আমাকে?’

তবে কুঁয়ারজির এই মন্তব্যকে রীতিমত কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল৷ তার মতে বিভেদের রাজনীতি করছেন মন্ত্রী৷ যারা তাকে ভোট দেবে না, তারা পরিষেবাও পাবে না, এই ধরনের সস্তা রাজনীতি বিজেপিই করে৷

ঢাকা টাইমস/১৫এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :