সিলেটে মার্কেটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেট প্রতিবেদক
 | প্রকাশিত : ০২ মে ২০১৯, ০৯:৪৯

সিলেটে মহাজনপট্টি এলাকার আল খাজা নামে একটি পাঁচ তলা মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। বুধবার রাত সোয়া ৯টার দিকে মার্কেটের মধ্যে থাকা একটি গো ডাউন থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের আন্ডারগ্রাউন্ডে থাকা নাজিম স্টোর নামে একটি পণ্যের গুদামে প্রথমে আগুন লাগে। দ্রুত তা আন্ডারগ্রাউন্ডের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দমকলকর্মীদের খবর দিলে তাৎক্ষণিক তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার যীশু তালুকদার জানান, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ব্যবসায়ীরা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার কাছাকাছি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

ঢাকাটাইমস/২ মে/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :