সাংবাদিকদের উপর কবি নজরুল কলেজ ছাত্রলীগের হামলা,আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০১৯, ২০:৫৯
অ- অ+

সাংবাদিকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে কলেজ শাখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হন বলে জানান সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ ।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পাশের হাসপাতালে নেয়া হয়েছে।

রবিবার কলেজের শহীদ মিনার চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য সবুজ আলম ফিরোজ, যায়েদ হোসেন মিশু, শাহিন আহমেদ, এইচ এম ফরহাদ।

মাঈন উদ্দিন আরিফ হামলার কথা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ‘কলেজের নতুন বাস উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা সকাল থেকে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির হিমু, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সানবির মাহমুদ ফয়সাল, উপ-স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুল আজম হৃদয়, সহ-সম্পাদক মো. নোবেল, ছাত্রলীগকর্মী এম এস সিফাত ও ফেরদৌস বাপ্পী রিয়াদসহ ১৫ থেকে ২০ জন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে।’

এই বিষয়ে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হুছাইন বলেন, ‘সাংবাদিকদের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। আগামী তিন দিনের মধ্যে দুপক্ষকে নিয়ে আমরা বসব। এর সঙ্গে যারা জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘হামলার বিষয়টি আমি শুনেছি। সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

(ঢাকাটাইমস/০৫মে/বিইউ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা