‘বিয়ে বাড়ির’ ফ্রিজে পচা মাংস, সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মে ২০১৯, ২০:০৭

ফ্রিজ ভর্তি পচা মাংস। সেসব মাংস রাখা ছিল কোনো বিয়ের অনুষ্ঠানে পরিবেশনের জন্য। তার সঙ্গে রাখা আগের দিনের বাসি ইফতার সামগ্রী। তবে নামের জোরে ভোক্তাদের ঠকিয়ে বিয়ে বাড়ি রেস্তারাঁর শেষ রক্ষা হলো না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ল খাদ্য নিয়ে তাদের এই নজিরবিহীন জালিয়াতি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির এই প্রতিষ্ঠানে অভিযান চালায় ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়। অভিযানে একলাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ রাখা হয়েছে রেস্তারাঁটি।

জব্বার মন্ডল বলেন, ‘বিয়ে বাড়ির ফ্রিজে দীর্ঘদিনের বাসি পচা মাংস ও ইফতার ফ্রিজে সংরক্ষণ ছিল। রমজানের আগের রান্না করা মাংস তারা ফ্রিজে রেখেছিল। তাছাড়া কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস রাখা ছিল। পরবর্তীতে কোন বিয়ের অনুষ্ঠানে তা ব্যবহারের জন্য সংরক্ষণ ছিল। তাদের কিচেনের পরিবেশ ছিল খুবই অপরিচ্ছন্ন। ফ্রিজে রাখা ইফতার তারা আজ ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এমনকি অনেক দিনের পুরনো মিষ্টি তাদের ফ্রিজে পাওয়া গেছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।’

‘একই চিত্র ছিল ধানমন্ডির সুচিলি রেস্টুরেন্টে। তাদের কিচেনে তেলাপোকা ঘুরতে দেখা গেছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।’

জব্বার মন্ডল বলেন, ‘অভিযানে ক্যাফে ধানমন্ডিতে গিয়ে দেখা গেছে তারা ফ্রিজের একই চেম্বারে তারা রান্না করা মাংস ও কাঁচা মাংস রেখে দিয়েছে। সেখানেও পুরাতন ইফতার সামগ্রী পাওয়া গেছে। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারি দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।’

ঢাকাটাইমস/২৩মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

বদলে গেছে মহাখালীর যানজট পরিস্থিতি, যেভাবে এলো পরিবর্তন

খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানের হবে: তাপস

বাবে মদিনায় প্রবেশে বাধা, পুলিশের সহায়তায় মাজার জিয়ারত করলেন ভক্ত

সিগন্যাল অমান্য করতে গিয়ে ভুয়া এসআই আটক

স্পৃহা ও গ্লোবাল ল থিংকার্স সোসাইটির মধ্যে চুক্তি সই

করপোরেশনের সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগের কথা জানালেন মেয়র তাপস

ট্রাফিক আইন লঙ্ঘন: তিনশ ফিটে ৫ বাইকার আটক

এডিসের লার্ভা পেলে ছাড় দেওয়া হবে না: মেয়র আতিক

রাজধানীতে ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :