অসুস্থ আলিয়াকে নিয়ে মুম্বাইয়ে ফিরলেন রণবীর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ১৫:৪৫
অ- অ+

প্রেমিকা আলিয়া ভাট অসুস্থ। তাই শ্যুটিংয়ে থাকতে পারলেন না প্রেমিক রণবীর কাপুর। আলিয়াকে সঙ্গে নিয়েই ফিরলেন মুম্বাইতে।

বর্তমানে বারাণসীতে চলছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিং। গত মাসের শেষ সপ্তাহ থেকে সেখানেই রয়েছেন আলিয়া ও রণবীর। আরও ছিলেন দক্ষিণী জুটি মৌনি রায় ও নাগার্জুনের মতো অভিনয়শিল্পীরা। পরিচালক অয়ন মুখার্জীর ছবির শ্যুটিং ঘিরে চাঁদের হাট বসেছিল উত্তরপ্রদেশের শহর বারাণসীতে।

কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি। শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ছবির নায়িকা আলিয়া। তারপরও শ্যুটিং করতে চেয়েছিলেন। কিন্তু বাধ সাজেন প্রেমিক রণবীর। আলিয়াকে শ্যুটিংয়ে আসতে নিষেধ করেন পরিচালকও। তারপরই বারাণসী থেকে বিমান ধরেন রণবীর-আলিয়া। চলে আসেন মুম্বাইয়ে।

অসুস্থতার কারণেই নির্দিষ্ট সময়ের দিন তিনেক আগে শ্যুটিং থেকে চলে আসেন আলিয়া। নভেম্বরের শেষে বারাণসীতেই আবার ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিংয়ে যোগ দেবেন তিনি। চিকিৎসকদের পরামর্শ, আপাতত কাজ নয় বিশ্রামেই থাকতে হবে তাকে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এই ছবি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাবে আগামী বছর। বলিউড সূত্রে খবর, ২০২০ সালের গ্রীষ্ম কাঁপাবে এই ছবি।

ঢাকাটাইমস/১৯ জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা