‘এমবিবিএস ডাক্তার’ পরিচয়ে রোগী দেখতেন তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০১৯, ২০:৫১
অ- অ+

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট- ম্যাটস থেকে কোর্স করে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন কাঁচপুরের একটি হাসপাতালে রোগী দেখছিলেন দুই ব্যক্তি। একজন নিজেকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং অন্যজন ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) পরিচয় দিতেন। সোমবার রাতে নারায়ণঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

ভুয়া ডাক্তাররা হলেন- সোলায়মান মোল্লা ও উৎপল কুমার রায়। এই ঘটনায় হাসপাতালের মালিক আরিফুজ্জামান লিটনকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনয়ক লে. কর্নেল কাজী শমসের উদ্দিন ঢাকাটাইমসকে জানান, ‘কাঁচপুর জেনারেল হাসপাতাল এ্যান্ড ল্যাব’ নামের ওই ক্লিনিকে সোমবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে রোগী দেখার সময় দুই ভুয়া ডাক্তার ও হাসপাতালের মালিককে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে রোগী দেখার প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্সরে রিপোর্ট ও আল্ট্রা সনো রিপোর্ট উদ্ধার করা হয়।’

র‌্যবা জানায়, গ্রেপ্তার দুই ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে রোগী দেখার কাজ করে আসছিলেন। তাছাড়া হাসপাতালে এক্সরে মেশিনের অনুমতি না থাকার পরও ঝুকিপূর্ণভাবে এক্সরে মেশিন তারা চালাতেন। এমনকি রোগীদের প্রয়োজন ছাড়া বিভিন্ন টেস্ট দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিতেন।’

ঢাকাটাইমস/২জুলাই/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা