বিশ্বকাপে রানার্স আপ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০১৯, ০৯:২০
অ- অ+

ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। অথচ এই পাকিস্তানকেই গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ১২ রানে হারিয়েছিল। সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। আর আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান।

শুক্রবার ব্যাকেনহাম কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১০৫ রান করে বাংলাদেশ। পরে পাকিস্তান ব্যাট করতে নেমে ১২তম ওভারে জয়ে পৌঁছে যায়। পাকিস্তানের হয়ে আলী আমিন গান্ডপুর সর্বোচ্চ ৫২ রান করেন। ৩০ রান করেন আলী জাহিদ।

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের সংসদ সদস্যরা এই বিশ্বকাপে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং চলতি বিশ্বকাপের আনন্দ আরো বাড়িয়ে দিতে ইংল্যান্ডে চারদিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি: মেজর হাফিজ 
সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো চার প্রবাসীকে সম্মাননা
অসহায় মানুষের পাশে সামাজিক উদ্যোগেই থাকতে হবে: আমিনুল হক
সুনামগঞ্জ সীমান্তে নৌকাসহ ৩০ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা