ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ১২:৫৭
অ- অ+

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আনছে স্যামসাং। নতুন সেন্সরে প্রায় ৫০% বেশি পিক্সেল থাকবে। চীনের শাওমির সঙ্গে একজোট হয়ে এই ক্যামেরা সেন্সর তৈরি করছে স্যামসাং।

স্যামসাং দাবি করছে, স্মার্টফোনের ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই ক্যামেরা সেন্সর। তবে প্রশ্ন উঠছে, এত বেশি মেগাপিক্সেলের ছবি কি সত্যিই প্রয়োজন? এক জন সাধারণ স্মার্টফোন ব্যবহারকারী বা একজন উঠতি ফটোগ্রাফার ১০৮ মেগাপিক্সেলের ছবি তুলবেন কিনা, তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্যামেরা বিশেষজ্ঞরা। কারণ, এত বেশি মেগাপিক্সেলের সঙ্গে ছবিগুলির রেজুলেশন অনেকটাই বেশি হবে। এত বেশি রেজুলেশনের ছবি ফোনের মেমোরিতে অনেকটাই জায়গা দখল করে নেবে।

তবে, সেই বিষয়েও ভেবেছে স্যামসাং। এই ক্যামেরা সেন্সরর দিয়ে উচ্চ মানের ২৭ মেগাপিক্সেলের ছবিও তোলা যাবে। এ ক্ষেত্রে ৪টি পিক্সেলের সমন্বয় তৈরি হবে এক-একটি পিক্সেল। এর ফলে ছবির রেজুলেশন কমতে পারে। কিন্তু, ছবিতে ডিটেলস বেশি থাকবে। কম আলোতেও এর ফলে ভাল ছবি তোলা সম্ভব হবে।

স্যামসাংয়ের নতুন সেন্সরটিতে স্মার্ট-আইএসও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ফলে কম বা বেশি আলোয় স্বয়ংক্রিয়ভাবে সেন্সরের আইএসও নিয়ন্ত্রিত হবে।

স্যামসাং বা শাওমি কোন মডেলেল ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহৃত হবে তা এখনও জানা জানায়।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা