বেটিসকে গুড়িয়ে দিল মেসিহীন বার্সা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৯, ১১:৩০
অ- অ+

চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, উসমান দেম্বেলে। তবে এতে কোনো চোট পড়েনি মাঠের বার্সার। অধিনায়ক মেসি ছাড়ায় ৫-২ গোলে রিয়াল বেটিসকে গুড়িয়ে দিয়েছে বার্সা। যার নেতৃত্ব দিয়েছেন ফরাসি তারকা অ্যান্তনিও গ্রিজম্যান। করেছেন জোড়া গোল।

রবিবার রাতে রিয়াল বেটিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। গ্রিজম্যানের জোড়া গোলের সঙ্গে বাকি তিনটি এসেছে ভিদাল, আলবা ও পেরেজের থেকে।

ম্যাচের ১৫ মিনিটের সময় নাবিল ফেকিরের গোলে শুরুতে এগিয়ে যায় বেটিস। এরপরই পাল্টা আক্রমণে অতিথি রক্ষণ ভেঙে দেয় বার্সেলোনা। ৪১ মিনিটে সমতা ফেরান গ্রিজম্যান। বিরতির পর ৫০তম মিনিটে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে আবারও গোল করেন গ্রিজম্যান। ৫৬তম মিনিটে প্লেসিং শটে গোল করে আরো ব্যবধান বাড়ান কার্লেস পেরেজ। এর কিছুক্ষণ পর চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা। ফলে দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটের মধ্যে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বার্সেলোনা।

বদলি নামার কিছুক্ষণ পরই দলের গোল সংখ্যা ৫-এ নিয়ে যান ভিদাল। তবে ২৫ গজ দূর থেকে বুলেট গতির দারুন এক শটে ব্যবধান কমান লোরেন।

ঢাকা টাইমস/২৬আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা