কাজে তো কাউন্সিলরদের দেখি না
সৈয়দ ইশতিয়াক রেজা
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২১| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২

সিটি করপোরেশনের মেয়র দৃশ্যমান। কিন্তু কাউন্সিলররা? এদেরই বেশি কাজ করার কথা...। জনতার সঙ্গে তাদেরই যোগাযোগ রাখার কথা। কিন্তু এদের দেখা যায় না। আমার এলাকার কাউন্সিলরকে আমি আজ পর্যন্ত এলাকার কোনো কাজে দেখিনি। তাকে আমি দেখি ঠিকই, বিভিন্ন ক্লাবে আমোদে ব্যস্ত।
লেখক: এডিটর-ইন চিফ, জিটিভি ও সারাবাংলা ডট নেট

মন্তব্য করুন