সব ভুলে টি-টোয়েন্টি সিরিজ জিততে হবে: পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪
অ- অ+

সেই বিশ্বকাপ থেকেই হারের বৃত্তের মধ্যে আছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরেছে সাকিব বাহিনী।

এসব কিছু ভুলে সামনে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলোয়াড়দের মনোযোগ দিতে বলেছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজেদের সেরাটা দিয়ে এই সিরিজ জিততে হবে বলে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিয়েছেন বিসিবি সভাপতি।

বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর থেকেই খেলোয়াড়দের মধ্যে যেন কেমন একটা ম্যাড়মেড়ে ভাব চলে এসেছে। কেন এমন? সবাইকে উজ্জীবিত হয়ে উঠতে হবে। ছেলেদের মধ্যে সক্ষমতা আছে। আমরা যেকোনো দলকে হারাতে পারি। আফগানিস্তানের বিপক্ষে হারের কথা ভুলে সামনে ভালো খেলে টি-টোয়েন্টি সিরিজ জিততে হবে। আমি খেলোয়াড়দের এটাই বলেছি।’

স্বাগতিক হয়েও চট্টগ্রামে আফগানিস্তান স্পিনে ধরাশয়ী হয়েছে বাংলাদেশ। স্বাগতিক সুবিধা নিয়ে পাপন বলেন, ‘স্বাগতিক হওয়ার সুবিধা মানে হচ্ছে, এটা আমাদের নিজেদের মাঠ। এখানের মাঠ, পরিবেশ সম্পর্কে আমরা জানি। আমি স্বাগতিক হওয়ার ‍সুবিধা বলতে এটাই বুঝি। পিচ বানানোর ক্ষেত্রে আইসিসির সুনির্দিষ্ট গাইডলাইন আছে। আমরা নিউজিল্যান্ড সফরে গেলে তারা শুধু পেসারদের জন্য উইকেট বানায় তা নয়। এমন উইকেট বানায় যেখানে সবাই খেলতে পারে।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগে ও পরে সাকিব অধিনায়কের দায়িত্ব পালন নিয়ে অনীহা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে মনে হয় সাকিবের একটু আগ্রহ কম। ও অধিনায়কত্ব নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করেনি। আফগানিস্তানের কাছে হেরেছে। এজন্য মনে হয়, মনটা খারাপ। এমনিতেই আমাদের ছেলেরা একটু বেশি আবেগী। হেরে মনে হয়, মনটা অনেক খারাপ। একটু ঠান্ডা হোক। পরে বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বললে, আমরা দেখব।’

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা