আত্রাইয়ে তিন ফার্মেসি মালিকের কারাদণ্ড

নওগাঁর আত্রাইয়ে নেশাজাতীয় ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসি মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ডুবাই গ্রামের মৃত আবেদ আলী সরদারের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৬) ও একই গ্রামের মৃত আহাদ আলী সরদারের ছেলে মো. আলমগীর হোসেন (৫৫) ও মহাদীঘি গ্রামের মৃত কফিল উদ্দিন খানের ছেলে মো. আব্দুল খালেক (৭২)।
জানা যায়, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ফার্মেসিতে নেশাজাতীয় ওষুধ বিক্রি করছিলেন। গোপন খবরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুর রাজ্জাক ও আলমগীরকে পনের দিন এবং আব্দুল খালেককে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।
ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ইএস

মন্তব্য করুন