ধর্ষণচেষ্টা: বরখাস্ত উপসচিব গ্রেপ্তার

ধর্ষণচেষ্টা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া উপসচিব রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, উপসচিবের বাসায় ধর্ষণচেষ্টার শিকার হওয়ার অভিযোগ এনে গত বছরের ৭ অক্টোবর হাজারীবাগ থানায় মামলা করেন এক নারী।
রবিবার রেজাউলকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানান হাজারীবাগ থানার এসআই রাজীব হাসান।
বরখাস্ত হওয়ার আগে রেজাউল কোন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তাকে কী কারণে বরখাস্ত করা হয়েছিল এ ব্যাপারে কিছু জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)

মন্তব্য করুন