তেল ট্যাংকারে হামলার তদন্তে জাতিসংঘের সাহায্য চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ০৯:০৯
অ- অ+

লোহিত সাগরে একটি ইরানি তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলার তদন্তে জাতিসংঘের সাহায্য চেয়েছে তেহরান। গত ১১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা বন্দরের অদূরে ইরানি তেল ট্যাংকার সাবিতির ওপর দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সোমবার এক বিবৃতিতে বলেছে, সাবিতির ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কারা জড়িত তা খুঁজে বের করতে ইরান যে তদন্ত শুরু করেছে তাতে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। বিবৃতিতে এই তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়।

ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে বলা হয়, তেল ট্যাংকারটিতে হামলার ঘটনায় কোনো একটি দেশের সরকার জড়িত এবং এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা যায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি বলেছেন, তেল ট্যাংকার সাবিতির ওপর একটি বা কয়েকটি দেশ সম্মিলিতভাবে হামলা চালিয়েছে।

ইরানি তেল ট্যাংকার সাবিতি সোমবার ইরানের পানিসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে।

ঢাকা টাইমস/২২অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা