আট হাজার বছরের প্রাচীন মুক্তোর সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১১:৫০
অ- অ+

আট হাজার বছরের পুরনো মুক্তোর সন্ধান মিলেছে সংযুক্ত আরব আমিরাতে। এতদিনের পুরনো এবং মাটির নিচে পড়ে থাকলেও তার উজ্জ্বলতা একটুও কমেনি। সম্প্রতি আবুধাবির মারওয়াহ দ্বীপে খননের সময় একটি ঘরের নিচে এই প্রাচীন মুক্তোর খোঁজ মেলে। এছাড়াও আরও অনেক প্রাচীন দুর্লভ সম্পদের খোঁজ মিলেছে সেখানে।

মুক্তোটি পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, এটি নব্য প্রস্তর যুগের। মুক্তোর আশেপাশে নব্য প্রস্তর যুগের পাথরের স্তম্ভ মিলেছে। গবেষণা করে জানা গেছে, এটি ৫৮০০-৫৬০০ খ্রিস্টপূর্ব আমলের।

নব্যপ্রস্তর যুগে বিনিময়ের মাধ্যম ছিল মুক্তো। মুক্তো বিনিময়ের মাধ্যমে তৎকালীন মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) লোকেরা জিনিস কেনাবেচা করতেন। বর্তমানে তেলনির্ভর অর্থনীতি হলেও সেসময়ে মুক্তোই ছিলো আমিরাতের প্রধান অর্থনৈতিক সম্পদ।

পাশাপাশি বিভিন্ন গয়নার জন্যও মুক্তোর কদর ছিল অনেকটাই। ১৯৩০ সাল নাগাদ জাপানেও মুক্তো শিল্প ভীষণ জনপ্রিয় হয় ওঠে। এরপর আরব আমিরাতের মুক্তোর একচেটিয়া শিল্পে ধস নেমে আসে। ক্রমে তারা মুক্তোর দেশ থেকে তেলের দেশ হয়ে ওঠে।

তবে এত বছর ধরে মাটির নিচে থেকেও কীভাবে মুক্তো সম্পূর্ণ উজ্জ্বল রয়েছে তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। আগামী ৩০ অক্টোবর আবুধাবির একটি যাদুঘরে সাধারণের জন্য রাখা হবে প্রাচীন এই মুক্তো।

ঢাকা টাইমস/২২অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা