পরীক্ষায় ‘জালিয়াতি’: সাংসদ বুবলীকে বহিষ্কারের সিদ্ধান্ত

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৯, ২২:০৯| আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২৩:১১
অ- অ+

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে জালিয়াতির অভিযোগে নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলীকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, বিকালে জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামে স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাসভবনে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়। সম্প্রতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় সাংসদ তামান্না নুসরাত বুবলীর হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। পরীক্ষা চলাকালে সাংসদ বুবলী ঢাকায় অবস্থান করছিলেন এবং তার হয়ে এশা নামে এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। এ খবর দেশ-বিদেশের গণমাধ্যমে প্রচারিত হয়। পরে তার সকল পরীক্ষাসহ ছাত্রত্ব বাতিল করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একজন সংসদ সদস্য হয়ে এমন অপরাধে অংশ নেয়ায় দেশ, দল এবং সংসদের মান ক্ষুণ্ন হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম এমপি।

বহিষ্কারের এ নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত আকারে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সাংসদ তামান্না নুসরাত বুবলী বলেন, আজকে জেলা আওয়ামী লীগের কোন মিটিং হয়েছে কী না আমার জানা নাই। কমিটির পদে থাকা সত্ত্বেও আমাকে মিটিংয়ের কোন চিঠি বা ফোনও দেয়া হয়নি। মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে, সেটাও জানি না। আমি যতদূর জানি, কাউকে বহিষ্কার করার আগে নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। আর মিটিংটিও নাকি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে না হয়ে একটি উপজেলায় বসে করা হয়েছে বলে শুনেছি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছি।

প্রসঙ্গত, সাংসদ তামান্না নুসরাত বুবলী নরসিংদীর প্রয়াত জনপ্রিয় মেয়র লোকমান হোসেনের স্ত্রী ও বর্তমান মেয়র কামরুজ্জামানের ভাইয়ের স্ত্রী।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
ব্যাটারি চালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা