খালাস পাওয়া মিজানের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

বহুল আলোচিত রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আট আসামির মধ্যে খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান। তার ব্যাপারে রায় পর্যবেক্ষণ করে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আট আসামির মধ্যে সাত জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ রায়ে আমরা খুশি। খালাস পাওয়া মিজানুর রহমান ওরফে বড় মিজাননের ব্যাপারে রায় পর্যবেক্ষণ করে আপিলের সিদ্ধান্ত নেয়া হবে।
গুলশান হামলার তদন্তে মোট ২১ জনকে চিহ্নিত করা হলেও তাদের মধ্যে জীবিত অবস্থায় গ্রেপ্তার আটজনকেই কেবল বিচারের মুখোমুখি করা সম্ভব হয়। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের ওই রেস্তোরাঁয় ১৭ বিদেশিসহ ২০ জনকে গলাকেটে ও গুলি চালিয়ে হত্যা করে নব্য জেএমবির জঙ্গিরা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরে কমান্ডো অভিযানে হামলাকারী হিসেবে চিহ্নিত পাঁচ তরুণের সবাই মারা পড়েন।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেআর/জেবি)

মন্তব্য করুন