দোলনকে প্রাণনাশের হুমকি: মধুখালীতে মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ১৩:৫১| আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৪:২৫
অ- অ+

পরপর দু’বার ‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয়ে ‘দৈনিক ঢাকা টাইমস’, ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক আরিফুর রহমান দোলনকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুরের মধুখালি উপজেলার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মাঝকান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ে রোডে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ প্রতিদিনের বোয়ালমারী প্রতিনিধি লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রেজাউল শেখ, দৈনিক ঢাকা টাইমসের আলফাডাঙ্গা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা আ.লীগ নেতা আলাউদ্দীন আলী, বোয়ালমারী উপজেলা কৃষকলীগ নেতা খায়রুল ইসলাম রনি, জেলা কৃষকলীগ নেতা আলতাফ হোসেন, জেলা শ্রমিকলীগ নেতা মহিদুল ইসলাম, ফরিদ খান, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার খান, ঝাহাপুর ইউপি সদস্য আলী আকবর বিশ্বাস, ঝাহাপুর ইউপি আ.লীগের সদস্য সামীম শেখ, উপজেলা যুবলীগ নেতা আলামিন শেখ, উপজেলা যুবলীগ নেতা আবুল শিকদার, রাজীব শেখ, শ্রমিকলীগ নেতা আকরাম শেখ, আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম বাবুল, জেলা কৃষকলীগের সদস্য তাজিমুর রহমান, ছাত্রলীগ নেতা মামুন কাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের মা, মাটি ও মানুষের প্রিয় নেতা, ফরিদপুরের কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলনকে পরপর দু’বার শীর্ষ সন্ত্রাসী শাহাদত এবং সুব্রত বাইন পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

আমরা মধুখালী উপজেলার সর্বস্তরের মানুষ এ অবস্থায় আমাদের প্রিয় নেতা আরিফুর রহমান দোলনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা মধুখালীবাসীর পক্ষ থেকে সন্ত্রাসীদের এই দুর্বৃত্ত আচরণের তীব্র নিন্দা জানাই।

এসময় আরিফুর রহমান দোলনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকি দেয়া ওই সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

প্রসঙ্গত, গত শনিবার দৈনিক ঢাকা টাইমস অফিসে কাজ করছিলেন সম্পাদক আরিফুর রহমান দোলন। এসময় একটি অপরিচিত নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে চাঁদা দাবি করে। একইভাবে পরবর্তী সোমবার সুব্রতবাইন পরিচয়ে চাঁদা দাবি করা হয়। টাকা দ্রুত সময়ে না পাঠালে এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয় শীর্ষ সন্ত্রাসী পরিচয়দানকারী শাহাদাত ও সুব্রত। এ বিষয়ে রমনা মডেল থানায় পৃথক দুটি জিডি করেছেন আরিফুর রহমান দোলন।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা