অনলাইনে নারী সরবরাহ চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:০২
অ- অ+

অনৈতিক কাজের জন্য অনলাইনে নারী সরবরাহকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিম মনোয়ার হোসেন নামে এই যুবককে গ্রেপ্তার করে।

মনোয়ার অনলাইনে নারী সরবরাহকারী ফেসবুক পেজের এডমিন ছিলেন বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোমেনা আকতার। তিনি বলেন, 'ফেসবুকে রাজ চৌধুরী নামের একটি ফেক আইডি দিয়ে এসকর্ট সার্ভিসের নামে বিভিন্ন নারীদের সঙ্গে যোগাযোগ করা হতো। পরে তাদেরকে অনৈতিক কাজে বিভিন্ন পুরুষ ক্লায়েন্টদের চাহিদা মতো সরবরাহ করা হতো। বিষয়টি জানতে পেরে আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণে শুরু করে। এরই ধারাবাহিকতায় সিআইডি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফেসবুক পেজটির এডমিনকে চিহ্নিত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।'

মোমেনা আকতার বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওই যুবক ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা