সোলায়মানি হত্যা লাদেনের চেয়েও গুরুত্বপূর্ণ: মার্কিন জেনারেল

সম্প্রতি ইরাকের বাগদাদে মার্কিন হামলায় নিহত হওয়া ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানি হত্যার ঘটনা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের চেয়েও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর সাবেক পরিচালক ও সাবেক মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস।
এসময় তিনি বলেন, জেনারেল সোলায়মানিকে হত্যা করা যে কতটা গুরুত্বপূর্ণ তা মুখে বলা অসম্ভব। খবর জেরুজালেম পোস্টের।
পেট্রাউস বলেন, সোলায়মানি ছিলেন ওই অঞ্চলে ইরানি আধিপত্য প্রতিষ্ঠার স্থপতি ও অপারেশনাল কমান্ডার। সোলায়মানির কুদস ব্রিগেডের সরবরাহ করা অস্ত্রে সিরিয়া, ইরাকসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশে ৬ শতাধিক মার্কিন সেনা ও আরও অনেক মিত্র সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে বাগদাদ সফরে যান সোলায়মানি। এসময় তিনি বিমানবন্দর ছাড়ার সময় মার্কিন হামলায় তিনিসহ ইরাকি মিলিশিয়া বাহিনীর নেতা নিহত হন। এরপর সোলায়মানি হত্যার কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে বাগদাদে মার্কিন দূতাবাসে কয়েক দফা বিমান হামলার ঘটনা ঘটেছে।
ঢাকা টাইমস/০৬জানুয়ারি/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































