সারওয়ার আলী হত্যাচেষ্টায় আটক দুজনকে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৩:৩৯| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৩:৪২
অ- অ+
সারওয়ার আলী

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন বাড়ির নিরাপত্তাকর্মী হাসান ও তার মেয়ের জামাইয়ের গাড়িচালক হাফিজ। সোমবার রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত রবিবার রাতে সারওয়ার আলীর বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তার ধারণা, জঙ্গিগোষ্ঠী এই কাজ করেছে। হত্যাচেষ্টার ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সোমবার সন্ধ্যায় মামলা করেছেন সারওয়ার আলী। উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-১০।

মামলাটির তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত সাহা। তিনি ঢাকাটাইমসকে বলেন, ঘটনার পর একজন এজাহারনামীয় আসামি বাড়ির নিরাপত্তাকর্মী হাসান এবং সারওয়ার আলীর মেয়ের জামাই হুমায়ুন কবিরের গাড়িচালক হাফিজকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের অনুমতি চেয়েছি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত রবিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত উত্তরার ৭ নম্বর সেক্টরে সারওয়ার আলীর বাড়িতে ঢোকে। তারা ওই বাড়ির তৃতীয় তলায় গিয়ে তার মেয়ে সায়মা আলীর বাসার দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে দেওয়া হলে দুর্বৃত্তরা ভেতরে গিয়ে সারওয়ার আলীর মেয়ে ও জামাতাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে বাড়ির চতুর্থ তলায় গিয়ে সারওয়ার আলী ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে ওই ভবনের এক বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ওই বাসা থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইল ফোন, একটি ব্যাগে থাকা সাতটি চাপাতি, বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, টিভি ক্যামেরার স্ট্যান্ড, সিনথেটিক দড়ি ও কেমিক্যাল স্প্রে উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা