জয় পেলেও রাশফোর্ডের ইনজুরিতে চিন্তায় ম্যানইউ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১০:৫৫
অ- অ+

এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের দুশ্চিন্তা বাড়াল মার্কাস রাশফোর্ডের চোট৷ ওল্ড ট্র্যাফোর্ডে উলভসকে ১-০ গোলে পারজিত করে ম্যানইউ৷ বুধবার রেড ডেভিলসদের হয়ে ম্যাচের একমাত্র গোল করেন জুয়ান মাতা৷ তবে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে রাশফোর্ডের মাঠ ছাড়ার প্রসঙ্গটাই অস্বস্তিতে রাখছে ইউনাইটেড কোচ ওলে গানার সুলশারকে। কেননা, দিন তিনেক পরেই প্রিমিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার৷

রাশফোর্ডকে এই ম্যাচের প্রথম একাদশে রাখেননি ওলে গানার৷ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মার্কাস৷ ৬৪ মিনিটে জেমস মাঠ ছাড়লে রাশফোর্ডকে আক্রমণে আনেন ম্যানইউ কোচ৷ ৮০ মিনিটের মাথায় পিঠের চোটে কাবু হয়ে পড়ায় খেলা চালিয়ে যেতে পারেননি ব্রিটিশ তারকা৷ আগামী রবিবার ইপিএলের অ্যাওয়ে ম্যাচে লিগ টপার লিভারপুলের বিরুদ্ধে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড৷ ওলে গানার অবশ্য আশা করছেন যে লিভারপুল ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন রাশফোর্ড৷

দলকে অবশ্য ততক্ষণে স্বস্তি এনে দিয়েছেন মাতা৷ ৬৭ মিনিটে মার্সালের পাস থেকে গোল করেন তিনি৷ থ্রু বলে চিপ করে উলভস গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন তিনি৷

এফএ কাপের অপর ম্যাচে কার্লিসল ইউনাইটেডকে ৪-৩ গোলে পরাজিত করে কার্ডিফ সিটি৷ কার্ডিফের হয়ো ম্যাচে জোড়া গোল করেন ফ্লিন্ট৷ অপর দু’টি গোল যথাক্রমে মারফি ও ওয়ার্ডের৷ কার্লিসলের হয়ে জোড়া গেল ম্যাককার্ডির৷ অপর গোলটি আসে থমাসের পা থেকে৷

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের নৈশভোজ
এক বছরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ব্যাপকভাবে বেড়েছে: জামান মোল্লা
সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১২ লাখের বেশি মানুষ
জনভোগান্তি এড়াতে রাজধানীর ৯১টি স্থানে সভা-সমাবেশ করার প্রস্তাব ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা