ভেনিসে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ২২:৫৫
অ- অ+

বিপুল আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ইতালির ভেনিস শাখা ছাত্রলীগ।

ভেনিসের মারঘেরা একটি হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন ভেনিস শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হাওলাদার। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক রোমান ইসলাম রাজ।

প্রধান অতিথি ছিলেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল। প্রধান বক্তা ছিলেন ইতালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার।বিশেষ বক্তা ছিলেন ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন ঢালী, আবুল কাশেম শিকদার, আবু তাহের খান ডালু, আল মামুন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মদ, তথ্য বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ সবুজ, ধর্মবিষয়ক সম্পাদক স্বপন ঢালী, বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী আব্দুল্লাহ আল রোনাক, ভৈরব পরিষদ ভেনিসের উপদেষ্টা আব্দুল মান্নান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কালু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজিব মুন্সি, এেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, ভেনিস ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসেন, দিপু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, নূর আলম ভূইয়া, আকাশ মাদবর, সাংগঠনিক সম্পাদক রিয়াদ জমাদ্দার, প্রচার সম্পাদক রাজু দাস প্রমুখ।

আলোচনা সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
ব্যাটারি চালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা