কোপা দেলরে’র শেষ আটে রিয়াল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০, ১৩:০৯
অ- অ+

স্প্যানিশ কোপা দেল রে’র ম্যাচে জারাগোজাকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এতে সব প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচে অপরাজিত জিনেদিন জিদানের দল। রিয়াল জারাগোজাকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে আসরটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন রাফায়েল ভারানে, লুকাস ভাসকুয়েস, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।

বুধবার (২৯ জানুয়ারি) আক্রমণাত্মক খেলে প্রথমার্ধেই ২-০তে লিড পায় রিয়াল। বিরতির পর আরও দুটি গোল হজম করে জারাগোজা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সার্জিও রামোসরা। ৬ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ভারানে। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো হাতছাড়া করে জিদান শিষ্যরা। তবে ৩২ মিনিটে ক্রুসের পাস পেয়েই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রিয়ালের আক্রমণে কোণঠাসায় ছিল জারাগোজা। এতে ৭২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল। হামেস রদ্রিগেজের থ্রু পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। এর সাত মিনিট পর লস ব্লাঙ্কোসদের হয়ে চতুর্থ গোলটি করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যু
বিমান বিধ্বস্তে বেশিরভাগের শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে
বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা