শেরপুরে গাড়িচাপায় প্রাণ হারালেন দুই পথচারী
শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৮

ফাইল ছবি
শেরপুর সদর উপজেলায় গাড়িচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার তারাকান্দি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জাফর আলী নামে একজনের নাম জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ভোর পাঁচটার দিকে তারাকান্দি বাজারের কাছে একটি গাড়ির নিচে চাপা পড়ে দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন